× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহবাগ ছাড়ল ছাত্রদল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১৮:০৪ পিএম

শাহবাগ ছাড়ল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে নামা ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ ছেড়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে শাহবাগে মোড়ে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। প্রায় সাত ঘণ্টা পর সড়ক ছেড়েছেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচিতে তারা ‘ক্যাম্পাসে লাশ ঝুলে, প্রক্টর কী করে’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই ,সাম্য হত্যার বিচার চাই’সহ নানা স্লোগান দেন।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘তারা আমাদের এখনও আশ্বস্ত করতে পারেনি। এখনও তারা প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি। এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে। তারা সাম্যের হত্যার পর এখনও কোনো সহমর্মিতা দেখিয়ে বিজ্ঞপ্তি দেয়নি শুধু ছাত্রদল নেতা হওয়ার কারণে। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

সাম্য হত্যার বিচার না পেলে তীব্র আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি প্রয়োগ করে হলেও এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে হবে। এটা জনগণের কাছে কী ম্যাসেজ যায়? একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সুষ্ঠু বিচার পাচ্ছে না, তাহলে জনগণ কী বিচার পাবে?’

গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য।  এ ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন।

এ হত্যার বিচার দাবিতে আন্দোলন করে আসছেন ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা