× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:৪৬ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ২০:৫৫ পিএম

কুবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উপলক্ষে রবীন্দ্র-নজরুল জয়ন্তী ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মশিউর রহমান, কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার, সাধারণ সম্পাদক কমল চন্দ খোকন, সাংগঠনিক সম্পাদক আশিক শিশিরসহ কুমিল্লার অন্যান্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। 

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মাহতাব সোহেল, কুমিল্লা শহরের স্বনামধন্য শিল্পী ও প্রশিক্ষক আলপনা দাস এবং শিল্পকলা একাডেমির প্রশিক্ষক অভিজিৎ সরকার। 

অনুষ্ঠানে টাইটেল স্পন্সর ছিল কেপি প্রোপার্টিজ লিমিটেড, মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি অনলাইন এবং প্রতিদিনের বাংলাদেশ। এ ছাড়া গিফট পার্টনার হিসেবে ছিল প্রগতি বইঘর। উক্ত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুলের কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশিত হয়। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘মাল্যদান’ নাটকটি মঞ্চস্থ করেছেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাট্যকর্মীরা।

অনুষ্ঠানে কুমিল্লা সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যক্ষ শামীম হায়দার বলেন, আজকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সহযোগী অধ্যাপক মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো অডিটোরিয়াম নেই। বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অডিটোরিয়াম থাকাও গুরুত্বপূর্ণ। প্রশাসনকে বলব, একটা অডিটোরিয়ামের ব্যবস্থা করে দিতে।

থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আজকের আবহাওয়ার কারণে আমরা খুব ভালোভাবে অনুভব করেছি আমাদের একটা অডিটোরিয়াম দরকার। আজকে থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় দলের সব সদস্যের প্রতি আমি কৃতজ্ঞ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা