× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহার দাবি ইসলামী ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৫ ২০:০৮ পিএম

আপডেট : ২১ মে ২০২৫ ২০:২১ পিএম

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ প্রত্যাহার দাবি ইসলামী ছাত্রী সংস্থার

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ ও প্রতিবেদন প্রত্যাহার করাসহ চার দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থা। বুধবার  (২১ মে) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা ‘নারীর ডাকে মৈত্রী যাত্রা’-এর বিরুদ্ধেও প্রতিবাদ জানান।

তাদের বাকি তিন দফা দাবি হলোÑ ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত নারী বিষয়ক কমিশন বাতিল করে ধর্মীয় ও সামাজিক বাস্তবতায় বিশ্বাসী প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করতে হবে; পতিতাবৃত্তি নির্মূলে কার্যকর ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং ধর্মীয় বিধানগুলোকে সংবিধানের আলোকে রক্ষা করে নারী উন্নয়নের একটি ভারসাম্যমূলক রূপরেখা তৈরি করতে হবে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী’, ‘সে নো টু এলজিবিটিকিউ এজেন্ডা’, ‘পতিতাবৃত্তিকে না বলুন’, নারী পুরুষ বাইনারী এই শর্তে দেশ গড়ি’, ‘যৌনকর্মীদের স্বীকৃতি দান মায়ের জাতির অপমান’, ‘সমঅধিকার নয়, চাই ন্যায্য অধিকার’, ‘আমার স্বামীর আমি রানী, রাজা আমার সে, পরম সুখের ঘর বাঁধলাম, তুমি ভাঙার কে?’, ‘সমতার নামে নারীত্বের বিকৃতি চলবে না’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দেওয়া হয়েছে, তা দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক মূল্যবোধ এবং ঐতিহ্যের ওপর সরাসরি আঘাত হানে। এটি নারী উন্নয়নের নামে একটি মতাদর্শিক ও পশ্চিম অনুকরণভিত্তিক আগ্রাসন ছাড়া কিছুই নয়। 

এ ছাড়া নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার পর ‘নারীর ডাকে মৈত্রী যাত্রার’ নামে নতুন নাটক শুরু করে তারা। আমরা এ যাত্রা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। প্রতিবাদ কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র সংস্থার বিভিন্ন নেত্রী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা