× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংহতি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ২১:৩০ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ২১:৩৩ পিএম

জবি শিক্ষার্থীদের দাবির সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংহতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১৬ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিগুলো অতিদ্রুত বাস্তবায়নসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যা নিরসনে শতভাগ আবাসিকতা প্রণয়নের রোডম্যাপ ঘোষণার দাবি জানান। 

এ সময় শিক্ষার্থীরা ‘রাবি হতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতি পূর্ণ সংহতি জানাই, ‘রাবি ও জবির আবাসিক সমস্যার সমাধান চাই’, ‘স্টান্ড উইথ জবি’, ‘আওয়ামী কায়দায় পুলিশি হামলা বন্ধ কর’, ‘শতভাগ আবাসিক রাজশাহী বিশ্ববিদ্যালয় চাই’, ‘রাবি প্রশাসনকে বলছি শতভাগ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করতে হবে’ প্রভৃতি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে ফোকলোর বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুড়ে মারার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু ছাত্রদের কাঁধে ভর করে ক্ষমতায় গিয়ে মাহফুজ এখন সরকারের গোলামি করছে। সে শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছে, সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীদের সরে যেতে বলেছে। মাহফুজের এই আচরণে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিন দাবির সঙ্গে সংহতি প্রকাশ করছি। সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়েও পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ প্রণয়ন করার দাবি জানাচ্ছি।

পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু জুহাইম সরকার বলেন, আমরা আমাদের অবস্থান থেকে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। পাশাপাশি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে আবাসন সংকট সেটা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা