বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫ ২১:২২ পিএম
আপডেট : ১৬ মে ২০২৫ ২১:৩৩ পিএম
ছবি সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার। তাদের দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক শাটডাউন কর্মসূচিও প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।
শুক্রবার (১৬ মে) রাত সোয়া ৮টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের প্লাটফর্ম জবি ঐক্যের পক্ষ থেকে তিনি এ ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ও সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল হক সরকারের সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা জানান।
দাবি মেনে নেওয়ার কথা জানিয়ে উপাচার্য বলেন, ‘আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যেসব সিদ্ধান্ত হয়েছে তা হলো- বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আগামী অর্থবছরে শিক্ষাবৃত্তিসহ ২৫১ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার্থীদের আবাসিক সংকট নিরসনে বাজেটের বাইরে আলাদাভাবে ২০ কোটি টাকা অস্থায়ী হল নির্মাণ বাবদ বরাদ্দ দেওয়া হবে এবং দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্পের আওতায় আনা হবে।’
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, ‘আমরা সারাদিন এটা নিয়ে আপনাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে আপনাদের সমস্যা সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সকল দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।’
এ ঘোষণা দিয়ে গণ-অনশনে বসা শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এরপর সরকারের সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইস উদ্দিন। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকটি দাবি আদায় হয়েছে। বাজেট বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সকল বাজেটে সেই ধারাবাহিকতা যাতে অক্ষুণ্ণ থাকে, সেই আশ্বাস পেয়েছি আমরা। অস্থায়ী আবাসনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার প্রকল্পে প্রায়োরিটি ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘আজকে যেহেতু আমাদের দাবি পূরণ হয়েছে, তাই আমাদের জবি ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলনের সমাপ্তি ঘোষণা করছি। একইসঙ্গে কমপ্লিট শাটডাউন তুলে নিয়েছি।’
‘আমাদের দাবি বাস্তবনে যদি কোনো গড়িমসি করা হয়, তবে আমরা আবারও আন্দোলনে নামব,’ যোগ করেন তিনি।