× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জার্মান ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১৮:৩৩ পিএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১৮:৩৯ পিএম

জার্মান ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীর তেলিপাড়া এলাকায় অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সব শিক্ষার্থী এবং কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এ ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল শুক্রবার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। তারা জানান, তাদের কিছু দাবি ছিল, সেগুলো দুই সপ্তাহ আগে উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে জানানো হয়েছিল। কিন্তু দাবিগুলো না মেনে হঠাৎ করেই নোটিস দিয়েছে অনির্দিষ্টকালের জন্য ইউনিভার্সিটি বন্ধ। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গেট তালাবদ্ধ করে রেখেছে। শিক্ষার্থীদের সঙ্গে কোনো কথা বলছে না।

শিক্ষার্থীদের দাবিগুলো হলোÑ এক মাসের মধ্যে যথাযথ প্রক্রিয়ায় যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যোগ্য উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষের নিয়োগ সম্পন্ন করা; সব বিভাগে যোগ্য শিক্ষক নিয়োগসহ শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা; বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম শুরুর ১০ বছর হয়ে গেলেও এখনও স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না, দ্রুততম সময়ে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের পদক্ষেপ নেওয়া; ওয়েবসাইট ও শিক্ষার্থীদের জন্য ই-সেবা পোর্টাল চালু করা; সব বিভাগে পর্যাপ্ত ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা; প্রশাসনিক সেকশনে শিক্ষার্থীরা যেন কর্মকর্তা-কর্মচারী দ্বারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন মনি বলেন, ‘আমাদের কোনো কিছু না জানিয়ে গতকাল (বৃহস্পতিবার) রাত ৮টায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের প্রজ্ঞাপন জারি করে। ওনারা এখন আমাদের মুখোমুখি হচ্ছে না। আমরা অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সদুত্তর দিচ্ছে না। তালা দিয়ে রেখেছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য মো. ইকবাল হোসেন বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তারা দীর্ঘ তিন বছর ধরে দাবি জানিয়ে এলেও উপাচার্য পাচ্ছে না। নিয়মিত উপাচার্য ছাড়া শিক্ষার্থীদের বিভিন্ন সনদ দেওয়া সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবি জানাচ্ছে, যার সঙ্গে তিনিও একমত। এর আগে শিক্ষার্থীরা তাদের দাবি জানিয়ে একটি আবেদন করেছিল। সেই আবেদনটি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের কাছে দিয়েছেন। এরই মধ্যে উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় অনেকটাই এগিয়ে গেছেন বলে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘বেশ কিছুদিন ধরে শিক্ষার্থীরা তাদের নানা ফেসবুক গ্রুপে নানা ধরনের আলোচনা করছেন, সেগুলো আমাদের কাছে এসেছে। ধারণা করছি, তারা হয় তো জোর করে পদত্যাগপত্র নেওয়াতে পারেন। এমন পরিস্থিতি এড়ানোর জন্য বাধ্য হয়ে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা