বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৫ ২০:১২ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তৃতীয়বারের মতো দিনব্যাপী গবেষণা মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের উদ্যোগে প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বেলুন উড়িয়ে ও কেক কেটে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, ‘অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু জ্ঞান বিতরণ করা হয় আর বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন জ্ঞান সৃষ্টি করে তা বিতরণ করা হয়। গবেষণার ক্ষেত্রে যারা যত বিনিয়োগ করেছে তারা তত বেশি সফলতা পেয়েছে। বিশ্বের যেসব উন্নত দেশ রয়েছে, তারা গবেষণায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। বিলগেটস, মাইক্রোসফট, অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠান তারা সবাই গবেষণায় ব্যাপক পরিমাণে বিনিয়োগের মধ্য দিয়ে উন্নতি লাভ করেছে।’
গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক এবং তৃতীয় গবেষণা মেলা-২০২৫ আয়োজক কমিটির আহ্বায়ক ড. হাবিবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এএইচএম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার প্রমুখ।
মেলা উদ্বোধন শেষে উপাচার্য অন্যান্য অতিথি সঙ্গে নিয়ে গবেষণা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের গবেষণা মেলায় বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগ, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্র তাদের স্ব স্ব নামে বরাদ্দকৃত স্টলে গবেষণাধর্মী কাজগুলো উপস্থাপন করে। এ ছাড়া গবেষণা মেলা- ২০২৫ উপলক্ষে প্রথমবারের মতো শিক্ষার্থীদের রিসার্চ আইডিয়া কম্পিটিশন নামক পৃথক একটি সেগমেন্ট রাখা হয়।