× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবি সমাবর্তন: প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি প্রদান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৯:১০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখায় নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডি-লিট (ডক্টর অব লিটারেচার) ডিগ্রি প্রদান করেছে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার প্রধান উপদেষ্টার হাতে আনুষ্ঠানিকভাবে এই ডিগ্রি তুলে দেন।

এ সময় তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে আমার ওপর অর্পিত ক্ষমতাবলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করছি, যা তাঁর দারিদ্র্য বিমোচন ও শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি।

সমাবর্তনের সমাবর্তন বক্তা হিসেবে অধ্যাপক ইউনূস এক প্রেরণাদায়ী ভাষণে তরুণ প্রজন্মকে ‘সামাজিক ব্যবসা’ এর ধারণা বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক ব্যবসা লাভ নয়, মানুষের কল্যাণ। এই মডেলে মুনাফা ব্যক্তিগতভাবে নয়, সমাজের সমস্যা সমাধানে পুনর্বিনিয়োগ হয়। তরুণরাই পারেন এই মডেলকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিয়ে অর্থনীতির নতুন সংজ্ঞা রচনা করতে।’

সমাবর্তনে উপস্থিত গ্রাজুয়েটদের  উদ্দেশ্যে  তিনি বলেন, ‘আপনাদের ডিগ্রি শুধু চাকরির জন্য নয়, এটি সমাজ বদলের হাতিয়ার। স্বাধীনচেতা হয়ে উদ্যোগ নিন, চাকরিপ্রার্থী না হয়ে চাকরি দানকারী হোন।'

দেশের সর্ববৃহৎ সমাবর্তন হিসেবে বিবেচিত এই আয়োজনে প্রায় ২৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবর্তনে ৪২ জনকে পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম এ ফায়েজ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা