প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১৮:০৫ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটির আর্কিটেকচার বিভাগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১৬তম আর্কিটেকচারাল এক্সিবিশন-২০২৫।
টার্ম ১-এর শিক্ষার্থীদের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) শুরু হওয়া প্রদর্শনীটি চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
প্রদর্শনীর উদ্বোধন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রেজারার এবং ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রব খান।
প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন হলে প্রদর্শনী চলবে বলে জানান আয়োজকরা।
প্রদর্শনীতে এআরসি ১১১ কোর্সের অধীনে শিক্ষার্থীদের তৈরি প্রাথমিক নকশা, ধারণা ও সৃজনশীল মডেল প্রদর্শিত হচ্ছে। এসব কাজ ভবিষ্যতের স্থপতিদের কল্পনা, পর্যবেক্ষণ ক্ষমতা এবং ডিজাইনের প্রতি আগ্রহের প্রাথমিক রূপ তুলে ধরেছে।
শিক্ষকরা বলছেন, এ প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে থাকা সম্ভাবনাকে উজ্জীবিত করে এবং তাদের পেশাগত জীবনের জন্য আত্মবিশ্বাসী করে তোলে।
এই আয়োজন শুধু একাডেমিক অর্জনের উদযাপন নয়, বরং আর্কিটেকচার বিভাগের সৃজনশীল পরিবেশ এবং শিক্ষার্থীদের শেখার চর্চাকেও তুলে ধরে।
সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, স্থপতি, শিল্পী এবং আগ্রহী দর্শকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ড. আহমেদ তাজমীন (রেজিস্ট্রার), ড. আবদুল খালেক (প্রক্টর) এবং মোস্তাক হাবিব (প্রকল্প পরিচালক)।
অনুষ্ঠান পরিচালনা করেন ড. শাজ্জাদ হোসাইন (ডিন, SEPS) এবং আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ।