প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ১৫:৪৩ পিএম
কর্মসূচিতে কারিগরি শিক্ষার্থীরা। ফাইল ফটো
আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে তা আবার প্রত্যাহার করেছে ছয় দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় এ তথ্য জানান আন্দোলনের নেতারা।
বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশনা ও কর্মসূচি সম্মেলনের মাধ্যমে আগামীকাল বৃহস্পতিবার জানানো হবে।
ছয় দফা দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।
এরই মধ্যে গতকাল রাতে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি আশরাফুল ইসলাম মিশান গণমাধ্যমকে আন্দোলন স্থগিতের তথ্য জানান। তা আবার প্রত্যাহারাও করা হলো।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা অবিলম্বে বাতিল করতে হবে; জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রি থাকতে হবে; ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে; কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদের জন্য) সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে; কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষা চালু ও শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে এবং ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।