বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ১৭:৫২ পিএম
প্রবা ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে এবার আমরণ অনশন বসেছেন অনুষদের শিক্ষার্থীরা।
সোমবার (২১ এপ্রিল) বেলা ৩টা ২০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচিতে বসেন তারা।
এর আগে দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তনের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে তারা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে সমাধান না আসায় তারা অনশনে বসেন।
শিক্ষার্থীরা বলছেন, বারবার আশ্বাস দেওয়ার পরও চারুকলাকে ক্যাম্পাসে স্থানান্তর করা হয়নি। সবশেষ গত ডিসেম্বরে প্রশাসন ঘোষণা দেয়, ৩১ মার্চের মধ্যে ইনস্টিটিউটটি মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবার তারা অনশন কর্মসূচিতে বসেছেন।
চারুকলার ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহিম আহমেদ বলেন, এই আন্দোলন আজকের নয়। বছরের পর বছর ধরে আমরা দাবি জানিয়ে আসছি। প্রশাসন ও শিক্ষকদের প্রতিশ্রুতি ছিল চারুকলা ৩১ মার্চের মধ্যে ক্যাম্পাসে ফিরবে। কিন্তু তারা কথা রাখেনি। তাই আমরা বাধ্য হয়ে আমরণ অনশনে বসেছি।
২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ইয়ামিন বলেন, আমরা কোনো রাজনৈতিক স্বার্থে আন্দোলন করছি না। শুধু চাই শিক্ষার মৌলিক সুবিধা। ক্যাম্পাসের মধ্যে পড়াশোনা করলে আমরা অ্যাকাডেমিকভাবে অনেক বেশি উপকৃত হতাম। কিন্তু আমাদের কিছু শিক্ষক নিজেদের স্বার্থে এই স্থানান্তর ঠেকিয়ে রাখছেন।
অনশনে বসা শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা খাবার গ্রহণ করবেন না। প্রয়োজনে প্রশাসনিক ভবনের সামনেই তাঁরা দিন-রাত অবস্থান চালিয়ে যাবেন। তাদের মৃত্যু অথবা যেকোনো ধরনের ক্ষয়ক্ষতির জন্য চারুকলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী থাকবেন।
এ বিষয়ে জানতে চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে একাধিক ফোন দিলেও তারা ধরেননি।