বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ০৯:৪৪ এএম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৫ ১০:৫২ এএম
প্রবা ফটো
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী জুলাই আন্দোলনে ‘হামলাকারী’ টিকলি শরীফসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছেন ববি ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড থেকে তাদের আটক করে বন্দর থানা পুলিশে তুলে দেন তারা।
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংগঠক টিকলি শরীফ জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অন্যতম আসামি। টিকলি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বাকি দুজন একই সেশনের মার্কেটিং বিভাগের মামুন মিয়া ও তরিকুল শেখ। তবে তারা দুজন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত নন বলে জানিয়েছেন অধিকাংশ শিক্ষার্থী।
ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন জুনিয়র ফোন করে জানায় টিকলি শরীফসহ কয়েকজন ছাত্রলীগ কর্মী ক্যাম্পাসের সম্মুখে গোপন মিটিং করছে। পরে আমিসহ আরও কয়েকজন এসে তাদের আটক করি এবং পুলিশে তুলে দিয়েছি।’
ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের আরেক নেতা মোশাররফ হোসেন বলেন, ‘এখনও ক্যাম্পাস অস্থিতিশীল করার পাঁয়তারা করছে ছাত্রলীগ। এই ছাত্রলীগ নেত্রী (টিকলি) জুলাই আন্দোলনে হামলা করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা নামমাত্র মামলা করা ছাড়া কোনো ব্যবস্থা নেয়নি। এ ছাড়া আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নির্দেশে তিনজনকে বন্দর থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। প্রক্টরের পরবর্তী নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনিকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।