× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে জাবিতে ছাত্রদলের মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ১৪:৫৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানান।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তানজিলা হোসেন বৈশাখী বলেন, গণতন্ত্রের কান্ডারী আমেরিকা যেখানে ফিলিস্তিনকে সহযোগিতা করার কথা সেখানে তারা ইসরাইলকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে গাজায় যা চলছে তা পূর্বের সকল সহিংসতাকে হার মানিয়েছে। আন্তর্জাতিক মহলকে আমি অনুরোধ জানাই, তারা যাতে দ্রুত সময়ের মধ্যে এর সমাধান করতে চাপ প্রয়োগ করেন এবং ফিলিস্তিনের পাশে দাঁড়াই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় ফিলিস্তিনের পাশে ছিল, এখনো রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি যদি আমরা দেখি সেখানেও আমরা ফিলিস্তিনের পাশে ছিলাম।

সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বিশ্ব মোড়লদেরকে বার্তা দিতে চাই, ফিলিস্তিনি জনগণের একটি স্থায়ী সমাধান হওয়া দরকার। এটা শুধু অন্যায় কিংবা মানবাধিকার লঙ্ঘন নয় বরং মানব ইতিহাসে কলঙ্কিত। এর তীব্র প্রতিবাদ জানাই। বিশ্ববাসী এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর নিকট আমরা এর একটি সমাধান আশা করছি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, গাজায় দীর্ঘদিন থেকে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ গণহত্যার বিরুদ্ধে বিশ্ব মোড়লরা নিশ্চুপ এবং রহস্যজনক ভূমিকা পালন করছে। গাজা ও রাফায় ধ্বংসযজ্ঞে জাতিসংঘেরও কোনো কার্যকর ভূমিকা দেখা যায়নি। আজকের এই মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা নির্বাচিত গুলি করছে, গণহত্যা চালাচ্ছে তাদেরকে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অবিলম্বে এই গণহত্যা বন্ধ করতে হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা