× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৮৬.২৯ শতাংশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ২০:২১ পিএম

শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

শনিবার বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ৮৬ দশমিক ২৯ শতাংশ।

শনিবার (৮ মার্চ) ১২টা-১টা পর্যন্ত সময়ে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিতির সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল শাহীন খান। তিনি বলেন, ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থীর বিপরীতে আজকের পরীক্ষায় অংশ নেন ৬১ হাজার ৬৫৯ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৬ দশমিক ২৯ শতাংশ।

তিনটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এবার ‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী। চবির মোট ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন করেছেন মোট ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। গত বছর আবেদন করেছিল ২ লাখ ৫৪ হাজার ৬৬৯ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

আগামী ১৫ মার্চ ‘সি’ ইউনিট এবং ২২ মার্চ অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এছাড়া ‘বি-১’ ১০ মার্চ, ‘বি-২’ ১১ মার্চ ও ‘ডি-১’ ২৪ মার্চ- এ উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা  অনুষ্ঠিত হবে। উপ-ইউনিটগুলোর ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা