বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৮:৫৫ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের দুই শহীদ শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেনকে নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে।
শনিবার (৮ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে প্রশ্নটি ছিল— ‘জুলাই বিপ্লব, ২০২৪-এ শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও ফরহাদ হোসেন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?’
গত বছরের ১৮ জুলাই চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন হৃদয় চন্দ্র তরুয়া। চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি করার পর তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অন্যদিকে ৪ আগস্ট মাগুরায় ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ফরহাদ হোসেন। হৃদয় ও ফরহাদ দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন।