× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির প্রজাপতি মেলায় জবির এনএসসিসি ক্লাবের বাজিমাত

জবি সংবাদদাতা

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:৪৫ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:৫৮ পিএম

জাবির প্রজাপতি মেলায় জবির এনএসসিসি ক্লাবের বাজিমাত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত প্রজাপতি মেলায় প্রজাপতির ছবি প্রদর্শনে প্রথম স্থান এবং বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নেচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাব’ (এনএসসিসি)।

শুক্রবার (২ ডিসেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১২তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।

মেলায় প্রতিবারের ন্যায় এবারও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের নেচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের মধ্যে প্রজাপতির ছবি প্রদর্শনে ক্লাবটি প্রথম স্থান অর্জন করে। এ ছাড়া বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে ক্লাবটি।

নেচার স্টাডি অ্যান্ড কনজারভেশন ক্লাবের সভাপতি সজীব বিশ্বাস বলেন, ‘প্রজাপতি যেমন দেখতে অনন্য সুন্দর, তেমনই এদের জীবনচক্রও অনেক বৈচিত্র্যময়। প্রকৃতিকে সুরক্ষিত রাখা থেকে শুরু করে পরিবেশ পরিষ্কার করা কিংবা জলবায়ু বুঝতেও প্রজাপতি আমাদের সাহায্য করে। প্রজাপতি আমাদের জীববৈচিত্র্যের একটা গুরুত্বপূর্ণ উপাদান। প্রজাপতি সংরক্ষণে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সেই উদ্দেশ্যেই আমরা মেলায় অংশগ্রহণ করেছিলাম। সফলতা আমাদের প্রেরণা জোগাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা