বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২১:২৩ পিএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ২১:৩৫ পিএম
রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও ইফতার হয়। প্রবা ফটো
পবিত্র মাহে রমজান উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রমজান সংযমের মাস। এ মাসের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে ইফতার করতে পেরে আমি আনন্দিত। সবাই এক কাতারে বসতে পারাই আমাদের হৃদ্যতা। মহান আল্লাহ আমাদের রমজান কবুল করুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- দোয়া ও ইফতার মাহফিল কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব রকিব উদ্দিন আহাম্মেদ।