× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদলের ইফতার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ২১:০২ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ২১:৩৫ পিএম

ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো

ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাবি ছাত্রদলের নেতাকর্মীরা। প্রবা ফটো

ছিন্নমূল ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের শতাধিক নেতাকর্মী।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জুলাই আন্দোলনে নিহতদের জন্য দোয়া কামনায় এই ইফতার বিতরণ করা হয়েছে বলে জানান জাবি ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২ মার্চ) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে তারা এই কর্মসূচি শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া আরমান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক রাধেস্যাম বিশ্বাস রাজেশসহ শতাধিক নেতাকর্মী। তবে তাদের সঙ্গে জাবি ছাত্রদলের আহ্বায়ক-সদস্য সচিবকে অংশ নিতে দেখা যায়নি বলে জানান তারা।

সরেজমিনে দেখা যায়, প্রথম রোজায় ইফতারের আগে জাবির প্রধান ফটক ডেইরী গেইট, প্রান্তিক গেইট, শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে ইফতার বিতরণ করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এর পর জাবি কেন্দ্রীয় খেলার মাঠে বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং গণঅভ্যুত্থানে আহত ও নিহতের জন্য দোয়ার করা হয়।

একই সঙ্গে নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন পর জাবিতে কমিটি গঠন হলেও আহ্বায়ক-সদস্য সবাইকে ঐক্যবদ্ধ করে শিক্ষার্থীবান্ধব কোনো প্রোগ্রাম করতে সক্ষম হননি। আমরা দেখতে পাচ্ছি আহ্বায়ক-সদস্য সচিব অন্যকাউকে না জানিয়ে নিজ গ্রুপের লোকজন নিয়ে আলাদা প্রোগ্রাম করছে। তাই আমরা দলীয় দায়বদ্ধতা থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দুঃস্থদের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছি।

জাবি ছাত্রদলের সদস্য মো. আবু নাইম বলেন, ভালো কাজে প্রতিযোগিতা করতে হয়। কেউ যদি কাজ করতে না চায়, তার জন্য অপেক্ষা করার চেয়ে নিজেই করা উচিত। ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে। তারা দেখতে চাচ্ছে, ছাত্রলীগের ট্রমা কাটিয়ে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ে কতটুকু সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম। এখন আর আগের যুগ নেই। এখন প্রতিযোগিতা করতে হবে ভালো কাজ দিয়ে। বুদ্ধিবৃত্তিক ও গ্রহণযোগ্য কাজের মাধ্যমে ছাত্ররাজনীতির হারানো গৌরবকে ফিরে আনতে আমরা কাজ করে যাচ্ছি।

এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আলাউদ্দিন বলেন, প্রথম রমজানে আমরা পরিবারের সঙ্গে ইফতার করতে চাই। পরিবারের অনুপস্থিতিতে আজকে আমরা ছিন্নমূল ও ভাসমান মানুষদের সঙ্গে ইফতার করেছি। একইসঙ্গে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেছি।

জাবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব অনুপস্থিত কেন জানতে চাইলে তিনি বলেন, জাবি ছাত্রদলের বর্তমান কমিটি সাধারণ শিক্ষার্থীদের আশানুরূপ কাজ করতে পারছে না। বেশি সিনিয়র হওয়ায় আমাদের অধিকাংশ ছাত্রদলের নেতাকর্মী বৈধ উপায়ে হলে থাকার সুযোগ নেই, সঠিকভাবে মূল্যায়নের অভাবে নেতাকর্মী বাদ পড়ে, অনেকেই কমিটিতে প্রবেশ করেছে। এমতাবস্থায় ছাত্রদলের ভাবমূর্তি রক্ষায় নতুন এবং সময়োপযোগী কমিটির বিকল্প নেই।

অনুপস্থিতির বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, এটা আমাদের দলীয় কর্মসূচি ছিল না। এ বিষয়ে আমরা অবগত না। ক্যাম্পাসে প্রত্যেকেই নিজ উদ্যোগে প্রোগ্রাম করতে পারে, এটা হয়ত তাদের নিজস্ব প্রোগ্রাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা