× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে পরীক্ষা দিতে আসা দুই ছাত্রলীগ নেতা আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৬:০৮ পিএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১৬:১৮ পিএম

আটক মাঝহারুল ইসলাম নাঈম ও মারুফ আহমেদ। প্রবাফটো

আটক মাঝহারুল ইসলাম নাঈম ও মারুফ আহমেদ। প্রবাফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা আটক হয়েছেন। রবিবার (২ মার্চ) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের পরীক্ষার হল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাঝহারুল ইসলাম নাঈম এবং সাদ্দাম হোসেন হল ছাত্রলীগের নেতা ও একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মারুফ আহমেদ। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের মারধর করেন। 

জানা যায়, সমাজকল্যাণ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হলে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে অভিযুক্ত দুই নেতাও পরীক্ষা দিতে যান। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই অন্যান্য শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে প্রতিবাদ শুরু করেন।

বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা অনুষদ ভবনে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে তাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হাত থেকে রক্ষা করে থানায় সোপর্দ করেন।

শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালীন সময়ে আটক দুই নেতা বিভিন্নভাবে শিক্ষার্থীদের হুমকি-ধমকি দিয়েছেন। এর আগেও তারা শিক্ষার্থীদের মারধর ও ক্যাম্পাসে মারামারিতে জড়িয়েছেন। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের পরবর্তীতে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। আজকে তারা পরীক্ষা দিতে এসে ইচ্ছাকৃতভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন। এ রকম সন্ত্রাসীরা কীভাবে পরীক্ষা দিতে আসার সাহস পায়, তা আমরা জানতে চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘বিভাগের শিক্ষকরা প্রক্টরিয়াল বডির সহায়তায় তাদের থানায় সোপর্দ করা হয়েছে। দুজনই থানায় আটক আছেন। নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসেবে তাদের বিরুদ্ধে ২০১৩ সালের আইন অনুযায়ী বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া ইতোমধ্যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ জমা আছে কি না— সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা