বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২১:৪৭ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ২২:২৬ পিএম
অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন (বাঁয়ে) ও অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক মনোনীত হয়েছেন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় অধ্যাপক ক্যাটাগরিতে তাদেরকে মনোনীত করা হয়৷
মনোনীত সিন্ডিকেট সদস্যরা হলেন- অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বিদ্রোহী হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।