× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্টেট ইউনিভার্সিটিতে ‘ইংলিশ ফিয়েস্তা ২০২৫’ উদযাপন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ০১ মার্চ ২০২৫ ২০:৩৯ পিএম

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত উৎসব। প্রবা ফটো

সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রাণবন্ত উৎসব। প্রবা ফটো

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইংলিশ স্টাডিজ বিভাগে ‘ইংলিশ ফিয়েস্তা ২০২৫’ উদযাপিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ও সোমবার আনন্দঘন পরিবেশে বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ আয়োজন এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়।

আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। তিনি রঙিন বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নওজিয়া ইয়াসমিন, রেজিস্ট্রার ড. আহমেদ হোসেন এবং সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ফারহানা শারমিন।

উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের আয়োজিত ‘সাহিত্য চিত্রায়ণ প্রদর্শনী’ পরিদর্শন করেন। প্রদর্শনীতে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিতা, গল্প, নাটক ও উপন্যাসের শিল্পিত চিত্রায়ণ উপস্থাপন করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধার প্রশংসা করেন এবং এ ধরনের শিক্ষামূলক কার্যক্রমকে আরও প্রসারিত করার আহ্বান জানান।

প্রথম দিনের অন্যতম আকর্ষণ ছিল ক্রীড়া প্রতিযোগিতা, যেখানে অতিথিবৃন্দ প্রতিযোগিতার শুভ সূচনা করেন। শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, টেবিল টেনিস, ট্রেজার হান্টসহ বিভিন্ন ইনডোর ও আউটডোর খেলাধুলায় অংশ নেন। এদিন ইংলিশ স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোমুগ্ধকর ফ্ল্যাশ মবও অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয় বিভাগের চেয়ারম্যান জনাব মো. রেজাউল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে। এর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। দিনব্যাপী বিভিন্ন আকর্ষণীয় আয়োজনের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল বিশ্বখ্যাত ইংরেজ নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটকের মঞ্চায়ন। শিক্ষার্থীদের চমৎকার অভিনয় ও নাট্য পরিবেশনা দর্শকদের অভিভূত করে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

দুপুরের বিরতির পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। রবীন্দ্রসংগীতের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া এ আয়োজন আবৃত্তি, গান, নাচসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। আয়োজনের সর্বশেষ আকর্ষণ ছিল ব্যান্ডদল ‘অনকোর’-এর মনোমুগ্ধকর পরিবেশনা, যা দর্শকদের সন্ধ্যাজুড়ে উৎসাহ ও উদ্দীপনায় মাতিয়ে রাখে।

ইংলিশ ফিয়েস্তা ২০২৫-এর সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা পালন করেন ইংলিশ স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিভা ও একাগ্রতা এ আয়োজনকে সফল করে তুলেছে। ভবিষ্যতেও এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা