× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নিউজপেপার অলিম্পিয়াড সিজন-৪ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৯ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৭ পিএম

 নিউজপেপার অলিম্পিয়াডের সিজন-৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

নিউজপেপার অলিম্পিয়াডের সিজন-৪ এ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। প্রবা ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিউজপেপার অলিম্পিয়াডের সিজন-৪ অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিয়াডে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াডে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঁচটি ক্যাটাগরিতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বরিশালে আঞ্চলিক পর্বের অনুষ্ঠানে আয়োজক সঙ্গী হিসেবে কো-অর্ডিনেট করেছে বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটি। 

অনুষ্ঠানে কনটেন্ট ক্রিয়েটর ও লেখক মাশফিক এনাম তূর্য, মাশরুর ইনান (কিটো ভাই) উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন নিউজপেপার অলিম্পিয়াডের প্রেসিডেন্ট ও ইয়ুথ কো-অর্ডিনেটর লাব্বি হাসান। উপস্থিত ছিলেন কুইজ সোসাইটির উপদেষ্টা সহকারী অধ্যাপক সিরাজিস সাদিক। 

অলিম্পিয়াডে অংশগ্রহণকারী মাহির মুশফিক তাওসিফ বলেন, ‘খুব সুন্দর একটু আয়োজন হয়েছে। এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লাগছে।’ 

পরীক্ষা দিতে নিয়ে আসা এক শিক্ষার্থীর অভিভাবক রোকসানা সুলতানা বলেন, ‘ক্লাসের পড়াশোনার বাইরেও প্রতিযোগিতামূলক এমন আয়োজন শিক্ষার্থীদের মেধাবিকাশে ভূমিকা রাখবে। আমার ছেলেকে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই। তবে এবারই প্রথম নিউজপেপার অলিম্পিয়াডে অংশগ্রহণ করাতে নিয়ে আসছি। সামগ্রিক আয়োজন বেশ ভালো লেগেছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুইজ সোসাইটির সভাপতি সেতু খানম। অনুষ্ঠানটি সঞ্চলানা করেছেন বরিশাল ইউনিভার্সিটি কুইজ সোসাইটির সহসভাপতি মো. রবিউল ইসলাম এবং উপস্থাপনায় ছিলেন, হেড অফ ফাইনান্স নিউজপেপার অলিম্পিয়াডের ফয়সাল আহমেদ। 

উল্লেখ্য, শিশুকিশোর ও তরুণদের মাঝে নিয়মিত সংবাদপত্র পাঠের অভ্যাস বাড়াতে ২০১৮ সালের ১৮ অক্টোবর যাত্রা শুরু করে নিউজপেপার অলিম্পিয়াড। এরই ধারাবাহিকতায় এবার চতুর্থ নিউজপেপার অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে আরও বেশি ও বড় পরিসরে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা