× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষের ওপর হামলা, শিক্ষকরা অবরুদ্ধ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০০ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় বিরাজমান থমথমে পরিস্থিতি। প্রবা ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় বিরাজমান থমথমে পরিস্থিতি। প্রবা ফটো

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখায় অধ্যক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। অবরুদ্ধ করা হয়েছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক পরিষদের সম্পাদক, কলেজের আবাসিক শিক্ষার্থীসহ কলেজ স্টাফদের।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এ  থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। বিকাল ৩টায় এ প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত কলেজে এ পরিস্থিতি বিরাজ করছিল।

শুক্রবার নামাজ শুরুর আগেই কলেজের মসজিদের ভেতর স্থানীয় কিশোর ও যুবকেরা অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞার ওপর হামলা করে। এ সময় তারা অধ্যক্ষের গায়ে আঘাত করে। কলেজের নজরুল হলের শিক্ষার্থীরা পাশে দাঁড়াতে আসলে তাদের ওপরও হামলা চালায় স্থানীয়রা।

কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, হামলায় অধ্যক্ষসহ শিক্ষকরা আহত হয়েছেন। আমাদের এখন অবরুদ্ধ করে রাখা হয়েছে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, উত্তেজনাকর পরিস্থিতির খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি কলেজের ডিগ্রি শাখার মসজিদে তাবলিগের দুই পক্ষ- মাওলানা সাদ ও জুবায়েরের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গত ২০ জানুয়ারি তাবলিগ জামাতের সাপ্তাহিক তালিম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার ভূঁঞা। বিষয়টি নিয়ে দীর্ঘদিনের মতবিরোধে ২১ জানুয়ারি সকাল ১১টা ২০ মিনিট- দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত অধ্যক্ষকে অবরুদ্ধ করেন কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থী ও ধর্মপুরের স্থানীয় বাসিন্দারা। এর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ইমাম মো. মারুফ বিল্লাহকে নানান অভিযোগ তুলে অব্যাহতি দেয় কলেজ প্রশাসন। এর পর ১৮ ফেব্রুয়ারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ইমামকে চাকরিচ্যুত করার পর থেকেই কলেজ মসজিদে বিশৃঙ্খলা দেখা দেয়৷ গত শুক্রবারও (২১ ফেব্রুয়ারি) কলেজ মসজিদে হাতাহাতির ঘটনা ঘটে। ওইদিন নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পর নামাজ শুরু হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা