বৈষম্যের অভিযোগ
রাজশাহী অফিস
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১১ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:১৬ পিএম
মেহেদী সজীব (বাঁয়ে) ও সালাহউদ্দিন আম্মার। ছবি : সংগৃহীত
নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই সমন্বয়ক।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নিজেদের ফেসবুক আইডি থেকে তারা এ ঘোষণা দেন। কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আধিপত্যের প্রতিবাদে এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে তারা জানিয়েছেন।
পদত্যাগ করা দুই সদস্য হলেন- বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম সদস্যসচিব সালাহউদ্দিন আম্মার। জুলাই বিপ্লবে তারা রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করা নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে কমিটি ঘোষণার পর বৃহস্পতিবার ওই কমিটিতে ৬ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে মেহেদী সজীব এবং ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে সালাহউদ্দিন আম্মারের নাম ঘোষণা করা হয়। তবে কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার ব্যবধানে পদত্যাগের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ দুই সমন্বয়ক।
ফেসবুক পোস্টে মেহেদী সজীব লেখেন, আজ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’- এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। গতকাল রাতেও এ নিয়ে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি। এখনও বলছি। নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে তার প্রতিবাদেই আমি এ প্লাটফর্মে থাকতে রাজি না।
সজীব আরও লেখেন, আমার ইচ্ছা ব্যতীত এ দলে আমাকে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাবি শিক্ষার্থীদের জন্যই আমি আজ মেহেদী সজীব হিসেবে গড়ে উঠতে পেরেছি। আমার স্পষ্ট বার্তা হলো- ঢাকা ও ঢাবিকেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এ দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন অবধি আমি তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না। আর তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম।
সালাহউদ্দিন আম্মার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কমিটির কারণে আমাদের এ সিদ্ধান্ত। তাছাড়া আমরা রাবি শিক্ষার্থীদের চাওয়ার বাইরে যেতে পারি না। বৈষম্য কাম্য নয়।
পদত্যাগের বিষয়টি স্বীকার করে মেহেদী সজীব বলেন, আগামীকাল শুক্রবার বেলা ১১টায় রাবিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরা হবে।