× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবি শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহারের জেরে বিআরটিসি বাস আটক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহারের জেরে একটি বিআরটিসি বাস আটকে দেয় শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সেল ও পরিবহন অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি সমাধান করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুরাইয়া আক্তার সিমা এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার সুমা। সিমা ও সুমা জমজ বোন।

ভুক্তভোগীরা বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ক্যাম্পাসের সামনে থেকে বাসে ওঠার সময় ব্যাগ ও মালামালের জন্য অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে কিছু বলা হয়নি। তবে বাসে ওঠার পর হেল্পাররা অতিরিক্ত টাকা দাবি করে। আমরা অতিরিক্ত একশো টাকা দিতে চাইলেও হেল্পার তা নেননি। পরে বাসের মধ্যে হেল্পার একাধিকবার অতিরিক্ত টাকা চায় এবং দুর্ব্যবহার করে। পরে বাস থেকে নামার আগে আমরা অতিরিক্ত দুইশো টাকা দিয়েছি, তারপরেও তারা আমাদের ব্যাগ ও মালামাল নামিয়ে না দিয়ে উল্টো খারাপ ব্যবহার করে। পরে নিজেরা নিজেদের মালামাল খুবই কষ্ট করে খুঁজে বের করতে হয়, তখনও আমাদের সাথে খারাপ ব্যবহার করে হেল্পার। ভবিষ্যতে কোনো শিক্ষার্থীরা যেন এমন হয়রানির শিকার না হন- এটাই আমাদের প্রত্যাশা।

বাসের সুপারভাইজার এরশাদ বলেন, ‘আমি বিষয়টি আগে জানতাম না। শিক্ষার্থীরা বাস থেকে নামার পর ফোন কলের মাধ্যমে জানতে পারি। এরপর আমি হেল্পারকে চড়থাপ্পড় দিয়েছি। আমি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি।’

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার হাফিজুর রহমান বাচ্চু বলেন, ‘আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। আগামীকাল (২৬ ফেব্রুয়ারি) দুপুরে প্রক্টরিয়াল বডির সঙ্গে বিআরটিসি বাস কর্তৃপক্ষের বৈঠক হবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, ‘আগামীকাল দুপুর দুইটায় প্রক্টর অফিসে বিআরটিসি কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হবে। এর আগে কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতির সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল, যেখানে তারা আশ্বাস দিয়েছিল- শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের খারাপ ব্যবহার করা হবে না। কিন্তু এ ধরনের ঘটনা পুনরায় কেন ঘটল, তা বৈঠকের পর জানা যাবে। পাশাপাশি শিক্ষার্থী হয়রানি বন্ধে করণীয় নিয়েও আলোচনা করা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা