খুলনা অফিস
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৪ পিএম
আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:৩৭ এএম
ছবি: সংগৃহীত
সার্বিক নিরাপত্তার স্বার্থে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সকল আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের একাডেমিক কার্যক্রমও স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেটের ৯৯তম (জরুরি) সভার সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের ২৬ ফেব্রুয়ারি সকাল ১০টার মধ্যে আবাসিক হল ত্যাগ করতে হবে।
এ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হঠাৎ করে হল বন্ধের ঘোষণায় অনেক শিক্ষার্থী অসন্তোষ প্রকাশ করেছেন, বিশেষ করে যারা দূরদূরান্ত থেকে এসে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। তারা বলছেন, স্বল্প সময়ের নোটিশে হল ছাড়ার নির্দেশ তাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রমও স্থগিত থাকবে। পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।