× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েট উপাচার্যকে লাঞ্ছিত, বেরোবি উপাচার্যের নিন্দা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৫০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে উপাচার্য বলেন, একজন বরেণ্য শিক্ষাবিদ ও সম্মানিত উপাচার্যকে প্রকাশ্যে লাঞ্ছিত ও অপমানিত করা সভ্য সমাজে কোনোভাবেই কাম্য নয়।

এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্খিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী মনে করেন, উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও নিগৃহীত করা কঠোর শাস্তিযোগ্য অপরাধ।

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের সৎ, যোগ্য ও বরেণ্য শিক্ষাবিদদের বাছাই করে এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপাচার্যবৃন্দ জুলাই বিপ্লবের চেতনা ধারণ ও বাস্তবায়নে যখন দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে উপাচার্যের ওপর এই হামলা ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টার শামিল।

শওকাত আলী খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলা এবং লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যে কোনো সমস্যা সমাধানে সব পক্ষের সঙ্গে আলোচনার পরামর্শ প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা