× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে উর্দু বিভাগ চালুর প্রস্তাব পাকিস্তান হাইকমিশনারের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১১:১৭ এএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০১ পিএম

সোমবার সকালে চবি উপাচার্যের অফিসে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ। প্রবা ফটো

সোমবার সকালে চবি উপাচার্যের অফিসে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ। প্রবা ফটো

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উর্দু বিভাগ চালুর প্রস্তাব দিয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রস্তাব দেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে উপাচার্যের অফিসে পাকিস্তান হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার বলেন, ‘বাংলাদেশে গত জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর নতুন প্রশাসনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম আরও উন্নত, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে, যা ইতোমধ্যে প্রশংসিত হয়েছে।’

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন- চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন,  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, রাজনীতি বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কেএম মাহফুজুল হক, বিভাগের সহযোগী অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন এবং পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তা জাইন আজিজ ও কামরান ধাঙ্গল।

পরে পাকিস্তান হাইকমিশনার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত ‘রিসেন্ট ডায়নামিক্স অব পাকিস্তান-বাংলাদেশ রিলেশন্স’ শীর্ষক সেমিনারে বক্তব্য দেন।

সাক্ষাতে পাকিস্তান হাইকমিশনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও উন্নত একাডেমিক পরিবেশের প্রশংসা করেন এবং দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম চালুর আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা