বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়েজ।পরে সোমবার রাতেই কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার ব্যাখ্যা দিয়েছে কারা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার আবরার হত্যা মামলার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি কারাগার থেকে পলায়ন সংক্রান্ত সংবাদের প্রতি কারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয়।
জনমনে বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে কারা কর্তৃপক্ষ জানায়, সংশ্লিষ্ট মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দি মুনতাসির আল জেমি গত বছরের ৬ আগস্ট হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার গাজীপুর থেকে ২০২ জন বন্দির সঙ্গে একত্রে (৮৭ জন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দিসহ) কারাগারের দেয়াল ভেঙে পালিয়ে যায়।এতে আরও বলা হয়, এ নিয়ে গত বছরের ১৫ আগস্ট কোনাবাড়ী থানায় মামলা করাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সব কর্তৃপক্ষকে জানানো হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় এরইমধ্যে ৩৫ জন মৃত্যুণ্ডাদেশপ্রাপ্ত বন্দিসহ ৫১ জন বন্দিকে গ্রেপ্তার করে কারাগারের পাঠানো হয়েছে। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংশ্লিষ্ট বন্দিকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।