× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যরাতে উত্তাল বুয়েট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৯ এএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৪৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ফাঁসির আসামি মুনতাসির আল জেমি গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে গভীর রাতে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যাম্পাস।

জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন।

জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করেন।
মিছিলটি পলাশী মোড়, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘ফাঁসির দড়ি ঝুলাই দে, সব খুনিদের গর্দানে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’সহ নানা স্লোগান দিতে থাকেন।

পরে সেখানে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বুয়েটের ১৯তম ব্যাচের দুই শিক্ষার্থী আবু ওবাইদা মায়াজ ও আরাফাত সাকিব। তারা বলেন, ২৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স শুনানির শেষাংশে বিচারপতি জানান, মুনতাসির আল জেমি গত বছরের ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী লড়ছেন না। এই দৃষ্টান্ত শহীদ আবরার ফাহাদের সঙ্গে প্রতারণা এবং বাংলাদেশের বিচারব্যবস্থার ইতিহাসে নিকৃষ্ট দৃষ্টান্ত।

আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, ‘আজ আমার ভাই আবরার ফাহাদের হত্যা মামলায় হাইকোর্টে শুনানি ছিল। সেখানে আমরা জানতে পারি, আমার ভাইয়ের খুনি মুনতাসির আল জেমি পালিয়ে গেছে। আমার ভাইয়ের খুনির পলায়নের জন্য রাষ্ট্র দায়ী। বর্তমান সরকার এই দায় এড়াতে পারবে না। সরকারের ঊর্ধ্বতনরা এটা জানতে পেরেছিল, কিন্তু তারা ইচ্ছাকৃতই সেটা লুকিয়ে রেখেছিল। হাইকোর্ট থেকে আজ জানানো হয়, সে ৫ আগস্টের পরই পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন এ ব্যাপারটি কেন লুকিয়েছে, এতদিন কেন কোনো পদক্ষেপ নেয়নি; আমরা এর স্পষ্ট কোনো জবাব পাইনি। এটা রাষ্ট্রের জন্য লজ্জাজনক বিষয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জবাব চাই। পলাতক আসামিকে দ্রুত আটক করার পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’

উল্লেখ্য, কারাগার থেকে পালিয়ে যাওয়া জেমি বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ১৭তম ব্যাচের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা