× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অঙ্গন চবির ৩৫ বছরপূর্তিতে মঞ্চস্থ ‘বাতিলের ঘর-বসতি’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০০:১৯ এএম

প্রবা ফটো

প্রবা ফটো

‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর ৩৫ বছর পূর্ণ করে ৩৬ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও অঙ্গনের বর্ষপূর্তি উৎসব আয়োজন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় ৩৫তম বর্ষপূর্তি আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা। এদিন দুপুর ২টায় পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যেখানে অঙ্গনের সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে সভা-প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- ‘অঙ্গন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ এর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন- অঙ্গনের সহ-সভাপতি অথই রহমান। অঙ্গনের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বর্ষব্যাপীর কার্যবিবরণী তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং সর্বশেষে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ড. রাহমান নাসির উদ্দীন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিল অঙ্গন ক্যাম্পাস শাখার ও সিনিয়র সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

এতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল অঙ্গন নাটক বিভাগের পরিবেশনায় ড. রাহমান নাসির উদ্দিন স্যারের রচনা ও পরিচালনায় মঞ্চনাটক ‘বাতিলের ঘর-বসতি’। এছাড়াও সংগীত, আবৃত্তি ও নৃত্য বিভাগের পরিবেশনায় ছিল দেশাত্মবোধক ও আঞ্চলিকসহ নানা রকমের একক, দলীয় সংগীত, আবৃত্তি ও নৃত্য। সর্বশেষ পর্বে ছিল সিনিয়র সদস্যবৃন্দের পরিবেশনা। এর মধ্যে দিয়ে শেষ হয় অঙ্গনের ৩৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হলো অঙ্গন। ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একদল সংস্কৃতিপ্রেমী তরুণ শিক্ষার্থীদের হাত ধরে এই সংগঠনের পথ চলা শুরু। যা একটি অরাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। অঙ্গন মূলত কাজ করে নাচ, গান, আবৃত্তি, নাটক, শিক্ষা ও গবেষণা নিয়ে। দেশীয় সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অঙ্গন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা