নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ পিএম
প্রবা ফটো
সারা দেশে ধর্ষণ, ধারাবাহিক নারী নির্যাতন, নারী নিরাপত্তায় রাষ্ট্রের উদাসিনতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিএম কলেজ জিরো পয়েন্টে ক্যাম্পাস ছাত্র ইউনিয়নের উদ্যোগে এ বিক্ষোভ হয়।
এ সময় বক্তারা, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার, সাংগঠনিক সম্পাদক অনুপ রায় অর্ণব, মারিয়া মারজান, প্রীতিলতা বিগ্রেড-এর আহ্বায়ক শর্মী ইসলাম, তন্নী দাস, সাদমান ইশরাক জিওন, লামিয়া ইসলাম, শুভদ্বীপ প্রমুখ।
কলেজ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজয় সরকার বলেন, ধর্ষণের বিরুদ্ধে আজ শিক্ষার্থীরা দাঁড়িয়েছে। বিচারের জন্য আজকে কেন আমাদের দাঁড়াতে হবে? কেন দেশে বিচারহীনতার সংস্কৃতি দিনদিন বেড়ে চলছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে আজকে সারাদেশে নারীদের শ্লীলতাহানি, নারী নির্যাতনসহ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। এ ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে। মহামারির মতো ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। নারীকে পণ্য বানানোর যে সংস্কৃতি বাংলাদেশে তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।