গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৬ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৯ পিএম
রবিবার সকাল থেকে কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। প্রবা ফটো
পাঁচ দফা দাবিতে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করছেন।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে ক্লাস-পরীক্ষায় অংশ না নিয়ে কমপ্লিট শাটডাউন পালন করছেন তারা। পরে গাজীপুর প্রেস ক্লাবের সামনে এসব দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের সমস্যা সমাধানে একটি মৌলিক পরিবর্ধন আনা জরুরি। আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন একটি বিপ্লব ঘটাতে পারে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- এমবিবিএস ও বিডিএস ব্যতীত অন্যকাউকে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করতে না দেওয়া ও বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের প্রদান করা; উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট হালনাগাদ করা এবং এমবিবিএস ও বিডিএস ব্যতীত কেউ যেন ওটিসি লিস্টের বাইরে ওষুধ প্রেসক্রাইব করতে না পারে; দ্রুত ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ, প্রতিবছর ৪ হাজার থেকে ৫ হাজার ডাক্তার নিয়োগ ও সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা; সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করা এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর আইন প্রণয়ন করা।
শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত দেশের অন্য সকল মেডিকেলের সঙ্গে একাত্মতা পোষণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী ২৩ ফেব্রুয়ারি থেকে একাডেমিক শাটডাউন ও আগামী ২৫ ফেব্রুয়ারি লং মার্চ টু হাইকোর্ট কর্মসূচি পালিত হবে।