বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩৩ এএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৪০ এএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের শিক্ষার্থী আফসানা এনায়েত এমির সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তবে তাকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। এছাড়া দুই বছরের জন্য বহিষ্কার হওয়া ৯ শিক্ষার্থীকে আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিনের সুযোগ দেওয়া হয়েছে। একইসঙ্গে গণশুনানি ও নতুন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৫৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বহিষ্কারাদেশ পাওয়া ৯ শিক্ষার্থীকে ১৫ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আইন বিভাগের এক শিক্ষার্থীর সনদ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। তবে তার স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত অপরিবর্তিত রয়েছে।’
এর আগে আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. কোরবান আলীর গায়ে হাত তোলার অপরাধে স্থায়ী বহিষ্কার ও তার সনদ বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা ও লাঞ্ছনার দায়ে আরও ৯ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল।