বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৪৩ পিএম
প্রবা ফটো
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মো. মাহমুদুর রহমান বলেছেন, আমরা ইতিহাস থেকে চে গুয়েভারা এবং ফিদেল কাস্ত্রোকে এতদিন বিপ্লবী হিসেবে জেনে এসেছি। কিন্তু ২০২৪ সালে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে শহীদ আবু সাঈদ বিপ্লবের ট্রেডমার্কে পরিণত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শহীদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মো. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রতিটা সংগ্রামে তরুণ ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারই উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি ২০০৪ সাল থেকে সংগ্রাম করে আসছি। ২০২৪ সালে এসে তাকে পরিপূর্ণতা দান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া শহীদ আবু সাঈদসহ অন্যান্যরা। এর মধ্য দিয়ে তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি করেছেন বলে মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, প্রধান অতিথি মাহমুদুর রহমান বলেছেন বায়ান্ন, একাত্তর ও চব্বিশে ছাত্ররা রক্ত দিয়েছে বলেই বিপ্লব সফল হয়েছে। এটা আসলেই সত্যি। আমরা চাই কোনো ছাত্রকে যেন এই বাংলাদেশে আবু সাঈদের মতো আর কোনো রক্ত ঝড়াতে না হয়। শহীদ আবু সাঈদ দেখিয়ে দিয়েছেন অন্যায়ের জায়গা রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নেই। তাই আমরা এখানকার সব বৈষম্য দূর করতে কাজ করছি।
উপাচার্য আরও বলেন, ইতিমধ্যে স্বৈরাচারিতার প্রতীক হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম বদলে বিজয়-২৪ এবং শহীদ ফেলানী হল নামকরণ করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান নিয়ে বৃহত্তর পরিসরে গবেষণা কার্যক্রম পরিচালনার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন- বিশেষ অতিথি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী, আমন্ত্রিত অতিথি স্টেডফাস্ট কুরিয়ারের প্রতিষ্ঠাতা কেএম রিদওয়ানুল বারী জিয়ন।