× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজে মাতৃভাষা দিবস পালন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৪ পিএম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৪৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় ‘অমর একুশে ফেব্রুয়ারি’ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ।

শ্রদ্ধাসহগত চিত্তে দিনটি পালন উপলক্ষে বনফুল গৃহীত কর্মসূচির মধ্যে ছিলো- ভাষাবীরদের স্মরণে কালো ব্যাজ ধারণ, প্রভাত ফেরি, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা প্রদর্শণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী।

এ উপলক্ষে দিনের প্রথম প্রভাতে বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রভাত ফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি’ অমর গানের সুর ছড়ানো প্রভাত ফেরিটি কলেজ সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।

এ সময় বিপুল সংখ্যক ছাত্রছাত্রীর সাথে শহীদ মিনারের বেদীতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া এবং অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল।

শ্রদ্ধা জ্ঞাপন শেষে শোক ও বেদনার দিনটিকে উপজীব্য করে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার।

অমর একুশের রক্তাক্ত ইতিহাস ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোচনা সভায় কথা বলেন- গভর্নিং বডির সভাপতি ভেন. প্রজ্ঞানন্দ মহাথেরো, রেক্টর প্রফেসর তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ সুদীপ কুমার মন্ডল এবং গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি ও সহাকারী অধ্যাপক মো. জাকিদুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিক্ষক প্রতিনিধি মোস্তাকিয়া মাহমুদা পারভীন, অভিভাবক প্রতিনিধি ড. অমর কান্তি চাকমা, সহকারী অধ্যাপক সৈয়দ নাসির আফজাল এবং বনফুল আদিবাসী ফাউন্ডেশন ট্রাস্টের সদস্য মি. সাধনা কীর্তি চাকমা প্রমুখ।

দিবসটি পালনের শেষাংশে ছিলো সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ, সমবেত কন্ঠে খ্যাতিমান কবিদের কবিতা থেকে আবৃত্তি এবং সংগীত পরিবেশনা সকলকে মুগ্ধ করে। আনন্দমুখর পুরস্কার বিতরণী পর্বে অমর একুশে উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা