× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারী নিপীড়ন-ধর্ষণের প্রতিবাদে নোবিপ্রবিতে মশাল মিছিল

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে মশাল ও বিক্ষোভ মিছিল করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে দেশব্যাপী নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

সেখান থেকে মশাল মিছিল শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা। মিছিল চলাকালীন ‘ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’, ‘ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘চলবেনা, চলবেনা, নারীর প্রতি সহিংসতা’ সহ নানা স্লোগান দেন তারা। মিছিল শেষে আবার কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় ময়ূরী নূর নামে এক শিক্ষার্থী বলেন, সারা দেশে নারীদের ওপর যে নিপীড়ন-নির্যাতন চলছে, তা খুবই দুঃখজনক। শুধু নারী নির্যাতন নয়, পুরো দেশে যে অরাজকতা বিরাজ করছে, তাতে আমরা ইন্টেরিম গভর্নমেন্টের প্রতি ক্ষুব্ধ ও আশাহত। ২৪-এর আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা লাভ করেছিলাম, আশা করেছিলাম সরকার আমাদের কথা শুনবে এবং নির্যাতন রোধে ব্যবস্থা নেবে। কিন্তু তার প্রতিফলন ঘটেনি।

মুজতবা ফয়সাল নাঈম নামের শিক্ষার্থী বলেন, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। যে মায়ের কাছ থেকে আমরা মাতৃভাষা শিখি, সেই মায়ের জন্য নিরাপদ সমাজ তৈরি না করতে পারায় আমাদের এখানে দাঁড়াতে হয়েছে। আজকের যে ঘটনার প্রতিবাদে আমরা এখানে, এরকম অনেক ঘটনা আগেও ঘটেছে। যদি এসব ঘটনার উপযুক্ত শাস্তি দেয়া হতো, তবে আমাদের আজকে এই পরিস্থিতির মোকাবিলা করতে হতো না। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমরা দেশকে বদলাবোই।

নিলুফা ইয়াসমিন বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী বলেন, আমরা রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতায় বসিয়েছি। তাদের আমাদের কথা শুনতে হবে। ধর্ষকদের একমাত্র শাস্তি হতে হবে ফাঁসি, এবং তা হতে হবে প্রকাশ্যে। গতকালের বাসের ঘটনাটি আমাকে ঘুমাতে দিচ্ছে না। যখন আমি আমার হাজবেন্ডের সঙ্গে চলাচল করি, তখন সবাই ভাবে আমরা নিরাপদে আছি। কিন্তু বাসের মধ্যে ধর্ষণ করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে জবাবদিহি করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা