দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৭ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫ পিএম
ফাইল ফটো
ইয়াবা সেবনকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবসহ আরও তিন সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমতিয়াজ বিশ্ববিদ্যালয়টির হিসাব শাখায় কর্মরত।
বুধবার (১৯ ফ্রেব্রুয়ারি) রাত ১১টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে ইয়াবা সেবনকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা গ্যারেজের ভেতর একটি গোপন কক্ষে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।’
গ্রেপ্তার অন্য তিনজন হলেন- দিনাজপুর শহরের বড় বন্দর এলাকার জাকির হোসেন, বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক ও চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ।