× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াবা সেবনকালে বিশ্ববিদ্যালয়ের উপপরিচালকসহ গ্রেপ্তার ৪

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৭ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

ইয়াবা সেবনকালে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপপরিচালক ইমতিয়াজ জুবায়ের সজীবসহ আরও তিন সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমতিয়াজ বিশ্ববিদ্যালয়টির হিসাব শাখায় কর্মরত। 

বুধবার (১৯ ফ্রেব্রুয়ারি) রাত ১১টার দিকে দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার একটি মোটর গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বুধবার রাত ১১টার দিকে ইয়াবা সেবনকালে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা গ্যারেজের ভেতর একটি গোপন কক্ষে নিয়মিত মাদক সেবন করে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।’

গ্রেপ্তার অন্য তিনজন হলেন- দিনাজপুর শহরের বড় বন্দর এলাকার জাকির হোসেন, বালুবাড়ী এলাকার আব্দুল্লাহ আল ফারুক ও চারুবাবুর মোড় এলাকার আমিনুল রসুল শুভ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা