খুলনা অফিস
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩ পিএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৪ পিএম
সন্ত্রাস ও রাজনীতির বিরুদ্ধে কুয়েটের শিক্ষার্থীদের প্রতীকী ‘লালকার্ড’ আন্দোলন। প্রবা ফটো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা সন্ত্রাস ও রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে প্রতীকী ‘লালকার্ড’ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে কুয়েটের দুর্বার বাংলা চত্বরে শিক্ষার্থীরা ব্যতিক্রমী এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসের বিভিন্ন স্থানে লাল রঙে ‘রক্তাক্ত কুয়েট’সহ বিভিন্ন প্রতিবাদী বক্তব্য লিখে গ্রাফিতি অঙ্কন করেন। বিক্ষোভ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন। যার মধ্যে ছিল—‘শিক্ষা আর সন্ত্রাস, একসাথে চলে না’, ‘আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই কুয়েটে হবে না’ ইত্যাদি। এছাড়া দুর্বার বাংলায় স্থাপিত ভাস্কর্যের চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ জানান তারা।
এ সময় শিক্ষার্থীরা ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্রমৈত্রীসহ সব ছাত্র সংগঠনের নাম উল্লেখ করে তাদের ক্যাম্পাসে নিষিদ্ধ করার আহ্বান জানান।
বক্তারা বলেন, কুয়েট একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে একমাত্র শিক্ষা ও গবেষণাই চলবে, রাজনৈতিক কর্মকাণ্ড নয়। কুয়েটে কেউ রাজনৈতিক কার্যক্রম চালাতে চায়লে তাকে প্রবেশ করতে দেওয়া হবে না।
প্রতিবাদী শিক্ষার্থীরা জানান, তাদের এই আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে, কুয়েটকে সন্ত্রাসমুক্ত এবং নিরাপদ রাখা। তারা দাবি করেন, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বজায় রাখতে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আন্দোলন সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে শিক্ষার্থীদের আন্দোলন ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।