× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েট

ছাত্রদলের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে আহত শতাধিক, ভিসি অবরুদ্ধ

খুলনা অফিস

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫৯ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের সঙ্গে ছাত্রদল ও তাদের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া কুয়েটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাছুদ কুয়েটের মেডিকেল সেন্টারে অবরুদ্ধ করে রাখা হয়েছে (রাত ৮টা) পর্যন্ত।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই সংঘর্ষ শুরু হয়।

আহতদের মধ্যে কয়েকজনকে কুয়েট স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকিদের স্থানীয় বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে প্রীতম বিশ্বাস, শাফি, নাফিস ফয়াদ, সউরভ, তাওহিদুল ও মো. ইউসুফ খান সিয়াম রয়েছেন।

সংঘর্ষের পর থেকে কুয়েট ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্যরা ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। তবে ক্যাম্পাসের ভেতরের পরিস্থিতি সামাল দিতে কুয়েট প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে কুয়েটের শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শিববাড়ি চত্ত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশে নেতৃবৃন্দ কুয়েটের আজকের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে এসে বিচারের দাবি জানান। এ সময় সেখানে বিএনপি ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মশাল মিছিল নিয়ে উপস্থিত হয়। তারা  ছাত্র শিবিরের বিরুদ্ধে বিভিন্ন কটুক্তিমূলক স্লোগান দেয়। পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলের শেষ অংশে একটি চকলেট বাজির  বিস্ফোরণ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে কুয়েটের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে ছাত্রদলের কমিটি গঠন ও ফরম বিতরণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া চলছিল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ছাত্রদল ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাধারণ শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে মিছিল বের করে এবং উপাচার্যের কার্যালয় ঘেরাও করতে যায়। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়, যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়।

দুপুর আনুমানিক দুইটার দিকে কুয়েট পকেট গেটের বাইরে ছাত্রদলের সঙ্গে আশপাশ এলাকার বিএনপি নেতাকর্মীরা যোগ দেন। তাদের অনেকের হাতেই দেশিয় অস্ত্র দেখা গেছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা একজনকে পিটিয়ে গুরুতর আহত করে ক্যাম্পাসের ভেতর ফেলে দেন। এর পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজিবির খুলনার সেক্টর কমান্ডার লে. কর্ণেল খুরশিদ আনওয়ার বলেন, কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অবস্থান করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল হাসান রাজীব জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে একযোগে কাজ করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন অভিযোগ করেন, বিনা উস্কানিতে ছাত্রদলের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং কুয়েটের সদস্য সচিব জাহিদকে রামদা দিয়ে কুপিয়েছে।

অন্যদিকে, নগর ছাত্রদলের সভাপতি ইশতিয়াক আহমেদ ইশতি দাবি করেন, ছাত্রশিবিরের কর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গেলে ছাত্রদল নেতাকর্মীরা তাদের বাধা দেয়, যা সংঘর্ষের মূল কারণ।

তবে ছাত্রশিবিরের নগর সভাপতি আরাফাত হোসেন মিলন এ অভিযোগ অস্বীকার করে বলেন, কুয়েটের ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। তিনি হামলার নিন্দা ও জড়িতদের বিচার দাবি করেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব একযোগে কাজ করছে।

রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শিববাড়ি এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা