বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫২ পিএম
প্রবা ফটো
কুয়েটে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় বটতলা এলাকায় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই জায়গায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো', 'লীগ গেছে যে পথে, দল যাবে সেই পথে', 'টেম্পু না শিক্ষা, শিক্ষা শিক্ষা', সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও', 'চাঁদাবাজি না শিক্ষা, শিক্ষা শিক্ষা', 'লীগ আর ছাত্রদল, সন্ত্রাস করে দুই দল' ইত্যাদি স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, কুয়েটে শিক্ষার্থীদের মিছিলে হামলা জাবির ১৫ জুলাইয়ের এক অভিন্ন চিত্র। ছাত্রদলের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের এই হামলার দায়ভার কেন্দ্রীয় নেতাদের স্বীকার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে কুয়েট শিক্ষার্থীদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন করার আহ্বান জানাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সাংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আব্দুর রশীদ জিতু বলেন, গণঅভ্যুত্থানের সাত মাস না পরোতেই একটি ক্ষমতালোভী দল কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে যা তাদের ক্ষমতাচর্চার প্রথম ধাপ। ছাত্রদল যদি এ ধরনের নিন্দানীয় কর্মকান্ডে লিপ্ত থাকে তাহলে ছাত্রলীগের মতো তাদেরকেও ক্যাম্পাস ছাড়া করতে আমরা বিন্দুমাত্র সময় নিব না। আমরা স্পষ্টভাবে ছাত্রদলকে বলে দিতে চাই, আর যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠানের কোন শিক্ষক শিক্ষার্থীর রক্ত ঝরে তবে লীগের চেয়েও ভয়াবহ অবস্থা হবে ছাত্রদলের। এ হামলার ঘটনার সাথে যারা যারা জড়িত রয়েছে তাদের সকলের শাস্তির জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই।