× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির চারুকলা অনুষদ

অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের বার্ষিক প্রদর্শনী শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৬ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থীদের আঁকা বাস্তব ও নিরীক্ষাধর্মী শিল্পকর্ম বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০২৪ শুরু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) অনুষদের ওসমান জামাল মিলনায়তনে এক অনুষ্ঠানে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তিনি পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চারুকলার ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইকবাল আলী। স্বাগত বক্তব্য দেন প্রদর্শনীর আহ্বায়ক অধ্যাপক ড. দুলাল চন্দ্র গাইন।

প্রদর্শনীতে শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন আনোয়ারুল হক পুরস্কার (সকল মাধ্যমে শ্রেষ্ঠ)- রাকিন নাওয়ার, রফিকুন নবী বিশেষ পুরস্কার- দেওয়ান মো. ফয়সাল হাসান পাশা, শ্রেষ্ঠ পুরস্কার (নিরীক্ষাধর্মী কাজ)- বনানী সিমলাই, মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার (তেলরং)- মামুন অর রশিদ লিয়ন, মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার (পেন)Ñ ঐশী রানী মন্ডল, মাধ্যম শ্রেষ্ঠ পুরস্কার (পেনসিল)- অভিজিৎ চন্দ্র দে, কাজী আব্দুল বাসেত স্মৃতি পুরস্কার- অরৈনি হোসেন অথৈ, দেলোয়ার হোসেন স্মৃতি পুরস্কার- কৌস্তভ মানি পাঠক, মাহাবুবুল আমিন স্মৃতি পুরস্কার- ঝলক সাহা, শহীদ শাহনেওয়াজ স্মৃতি পুরস্কার- তানজিলা ইসলাম, বিশেষ পুরস্কার (পেনসিল)- সমুদ্র সাহা সকাল।

পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্রের পাশাপাশি এবার আনোয়ারুল হক (সকল মাধ্যম শ্রেষ্ঠ) পুরস্কারের জন্য পচিঁশ হাজার এবং রফিকুন নবী বিশেষ পুরস্কারের জন্য বিশ হাজার টাকা প্রদান করা হয়।

৮১ শিক্ষার্থীর শিল্পকর্ম নিয়ে জয়নুল গ্যালারিতে আয়োজিত এ প্রদর্শনী চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা