প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০২ পিএম
ফাইল ফটো
আগামী সাত দিনের মধ্যে ছয় দফা আশ্বাস বাস্তবায়ন না হলে ফের কঠোর আন্দোলনে নামবে তিতুমীরের শিক্ষার্থীরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে কলেজের অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় তিতুমীরের বিশ্ববিদ্যালয়ের দাবিতে গঠিত প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্য।
আন্দোলনকারী তিতুমীর শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হলো-
ছাত্র-শিক্ষক-শিক্ষাবিদদের প্রতিনিধি কমিটির মধ্য দিয়ে স্বতন্ত্র তিতুমীর কাঠামো গঠন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ন্যূনতম দুটি আন্তর্জাতিক বিষয় আইন এবং সাংবাদিকতা বিভাগ সংযোজন
সরকারি/বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমানে পাঠদানকারী অভিজ্ঞতা সম্পন্ন পিএইচডি শিক্ষক নিয়োগের মাধ্যমে অস্থায়ীভাবে সংকট নিরসনে আরো ১৫১ জন শিক্ষা ক্যাডার নিয়োগ
আন্তর্জাতিক মানের গবেষণাগার ও শিক্ষার্থীদের শতভাগ আবাসিকরণের জন্য টিএন্ডটির মাঠ
রাজউকের জমিসহ অন্যান্য সরকারি জমি শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া
যাতায়াত ব্যবস্থার সংকট কাটাতে ন্যূনতম ২০টি লাল বাস প্রদান
আন্তর্জাতিক মানের লাইব্রেরি প্রদান।