× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ববি উপাচার্যের ঘনিষ্ঠদের সিন্ডিকেট সদস্য করার পাঁয়তারার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৮ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন নিজের আস্থাভাজন দুই শিক্ষিকাকে ডিন ও প্রভোস্ট ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য করার অভিযোগ পাওয়া গেছে। এর আগে তিনি নিয়মবর্হিভূতভাবে নির্বাচিত দুই শিক্ষক প্রতিনিধিকে সিন্ডিকেট থেকে বাদ দিয়েছেন। এতে বর্তমানে শিক্ষক প্রতিনিধিদের পাঁচটি পদ শূন্য হয়েছে।

শূন্য পাঁচটি পদ হলো- ডিন, প্রভোস্ট, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক।

শুক্রবার ( ১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপাচার্য শিক্ষকদের এ পাঁচটি পদ শূন্য রেখেই সিন্ডিকেট সভা আহ্বান করেছেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কয়েকটি সূত্র জানিয়েছে, ডিন ক্যাটাগরিতে সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান ও প্রভোস্ট ক্যাটাগরিতে তাপসী রাবেয়া বসরি হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক শারমিনকে নির্বাচিত করতেই সিন্ডিকেটে শিক্ষকদের পদগুলোকে শূন্য রাখা হয়েছে। পদগুলো শূন্য থাকায় উপাচার্য একাই সিদ্ধান্ত নিতে পারবেন।

এদিকে একাডেমিক কাউন্সিলে শিক্ষকদের দাবি সত্ত্বেও প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে প্রতিনিধি নির্বাচন করেননি উপাচার্য। শিক্ষকদের মধ্য থেকে তিন ক্যাটাগরিতে প্রতিনিধি নির্বাচনের দাবি উঠলে একাডেমিক কাউন্সিলের সদস্যদেরকে এ বিষয়ে পরে ভেবে দেখবেন বলে জানান উপাচার্য।

খোঁজ নিয়ে জানা যায়, সিন্ডিকেট সভায় বাইরের কোন শিক্ষকেরা সদস্য হিসেবে থাকছেন এবং সিন্ডিকেটের আলোচ্য বিষয়ই বা কি তা জানেন না সিন্ডিকেটের সদস্যরা। তাদের অভিযোগ, সিন্ডিকেটের অ্যাজেন্ডা ২-৩ কর্মদিবস আগে দেওয়ার রীতি থাকলেও তাদেরকে এখনও অ্যাজেন্ডা দেওয়া হয়নি। কাদের নিয়ে সিন্ডিকেট বসতে যাচ্ছে তাও জানতে চাইলে জানানো হয়নি।

বিশ্ববিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়েয় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আইন সম্পর্কে যেহেতু সবকিছু জানেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন অনেক বিষয় নিয়েও তারা ওয়াকিবহাল, এজন্য তাদেরকে বাদ রাখা হয়েছে- যাতে টেবিলটকে কেউ বেশি ভেটো দিতে না পারেন। টেবিলটকে কেউ ভোটে না দিলে যেকোনো সিদ্ধান্ত সহজেই সিন্ডিকেটে পাশ করিয়ে নিতে পারবেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ক্যাটাগরি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত সদস্য সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া বলেন, ‘উপাচার্য প্রভোস্ট ও ডিন ক্যাটাগরিতে নিজের কাছের লোককে মনোনীত করতেই শিক্ষকদের পদগুলোকে শূন্য রেখেই সিন্ডিকেট সভা বসাতে যাচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘উপাচার্য সিন্ডিকেটে শিক্ষক-শিক্ষার্থীদের বিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেই সিন্ডিকেটকে শিক্ষকহীন রেখেই সভা আহ্বান করা হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, ‘সিন্ডিকেট আগামী শুক্রবার বিকাল ৩টায়। সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে।’

সিন্ডিকেট সদস্যের তালিকায় কারা আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা উপাচার্য আমাদেরকে এখনও জানাননি। তিনি এসে জানাবেন।’ 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে। অ্যাজেন্ডা যদিও চিঠির সঙ্গেই দেওয়ার কথা, কিন্তু এখনও দেওয়া হয়নি।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিনকে ফোনে পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা