খুলনা অফিস
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৫ পিএম
‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’র ফলক উন্মোচন। প্রবা ফটো
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) প্রথম উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমানের সম্মানে পুরাতন প্রশাসনিক ভবনের নতুন নামকরণ হয়েছে। ভবনটির নতুন নাম দেওয়া হয় ‘প্রফেসর ড. গোলাম রহমান প্রশাসনিক ভবন’। খুবি সিন্ডিকেটের ২৩০তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় আনুষ্ঠানিকভাবে ভবনের নামফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান।
এ সময় তিনি খুবির শুরুর সময়ের নানা স্মৃতি তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমি কখনও বিশ্ববিদ্যালয়ের কাছে কিছু চাইনি, তবে শিক্ষার্থীদের সাফল্যই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।’
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘খুবির প্রতিষ্ঠা ও উন্নয়নে ড. গোলাম রহমানের অবদান অনস্বীকার্য। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ ভবনের নতুন নামকরণ করা হয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান, বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা।
নামফলক উন্মোচনের পর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য গোলাম রহমান নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ‘দেশের উন্নয়ন পরিকল্পনাবিদদের ওপর নির্ভর করে, তাই তাদের দক্ষ হতে হবে।’