× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরিদপুরে গণিতে স্বর্ণপদক পেলেন দুই শিক্ষার্থী

ফরিদপুর সংবাদদাতা

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২০:৫৪ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৩৪ পিএম

কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক মিলনায়তনে এ স্বর্ণপদক দেওয়া হয়। প্রবা ফটো

কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক মিলনায়তনে এ স্বর্ণপদক দেওয়া হয়। প্রবা ফটো

ফরিদপুরে গণিতে এ এফ মজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক পেয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের গণিত বিভাগের দুই শিক্ষার্থী।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের শতাব্দী ভবনের দ্বিতীয় তলায় শিক্ষক মিলনায়তনে এ পদক দেওয়া হয়।

স্বর্ণপদকপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন- কলেজের বিএসসি (অনার্স) ২০২২ ব্যাচের মনিরা আক্তার ও এমএসসি ২০২১ ব্যাচের খন্দকার ফখরুল আলম। মেধার ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষকেরা তাদের নির্বাচিত করেন।

এ সময় প্রত্যেককে এক ভরি ওজনের স্বর্ণপদকসহ খন্দকার ফখরুল আলমকে ১৫ হাজার টাকা ও মনিরা আক্তারকে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম বলেন, ‘এ ফাউন্ডেশন দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে। এর মধ্যে কলেজ হিসেবে রয়েছে শুধু ফরিদপুরের রাজেন্দ্র কলেজ। এ এফ মজিবুর রহমানের জীবনের যত অর্জন সব এ ফাউন্ডেশনে দান করে গেছেন। বাইরে থেকে কোনো ডোনেশন আমরা নেই না।’

তিনি আরও বলেন, ‘এখন বিজ্ঞান ও গণিতে মানুষের আগ্রহ কমে গেছে। বিজ্ঞানের উৎকর্ষ না হলে জাতির উন্নয়ন সম্ভব নয়। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও গণিতচর্চায় উদ্বুদ্ধ করতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ এস এম আব্দুল হালিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন- ফাউন্ডেশনের ট্রাস্টি লোনা থর্সডাল রহমান, উপাধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, গণিতের বিভাগীয় প্রধান মো. ফয়জুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম, সহকারী অধ্যাপক এস এম আসাদুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা