× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির তিন ইউনিটের ফলাফল প্রকাশ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১৫ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘ডি’, ‘ই’ও আইবিএ-জেইউ  ইউনিটের ফল প্রকাশিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাফরুহী সাত্তার ‘ডি’ ইউনিট, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা ‘ই’ ইউনিট এবং ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক অধ্যাপক আইরিন আক্তার আইবিএ-জেইউ এর ফল উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে হস্তান্তর করেন।

ফলাফলে দেখা গেছে, ‘ডি’ ইউনিটে মেয়েদের প্রথম শিফটে পাসের হার ৪২ দশমিক ২১ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৫ দশমিক ৬০ শতাংশ, তৃতীয় শিফটে ৩৯ দশমিক ১৭ শতাংশ, চতুর্থ শিফটে ৩৮ দশমিক ৫৭ শতাংশ এবং পঞ্চম শিফটে ৫৫ দশমিক ৫০ শতাংশ। মেয়েদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৪৭ হাজার ৬৯২টি। পরীক্ষায় অংশ নিয়েছে ৩৯ হাজার ৯৬৮ জন। পাশ করেছে ১৭ হাজার ৬৬৪ জন। অর্থাৎ গড়ে ৪৪ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

অপরদিকে, ছেলেদের প্রথম শিফটে পাশের হার ৩৮ দশমিক ২ শতাংশ, দ্বিতীয় শিফটে ৪৭ দশমিক ৪৪ শতাংশ, তৃতীয় শিফটে ৪৩ দশমিক ০৪ শতাংশ এবং চতুর্থ শিফটে ৩৮ দশমিক ২৩ শতাংশ। ছেলেদের সর্বমোট আবেদন জমা পড়েছিল ৩৯ হাজার ৭৬টি। পরীক্ষায় নিয়েছে ৩৩ হাজার ৬৪৯ জন। পাস করেছে ১৪ হাজার ৪ জন। গড় পাসের হার ৪১ দশমিক ৭০ শতাংশ।

আইবিএ-জেইউ এর ছেলেদের পাসের হার ২৮ দশমিক ৫৪ শতাংশ এবং মেয়েদের ২৩ দশমিক ৬৬ শতাংশ। ছেলেদের জিপিএসহ সর্বোচ্চ নাম্বার ৭২ দশমিক ৮০ এবং মেয়েদের জিপিএসহ ৭৪ দশমিক ৫৮। ছেলেদের মোট আবেদন সংখ্যা ২ হাজার ৮৩৪টি এবং পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ১২২ জন। মেয়েদের মোট আবেদন সংখ্যা ১ হাজার ৮৫৪টি এবং পরীক্ষায় অংশ নিয়েছেন ১ হাজার ২৮৫ জন। ছেলে-মেয়েদের গড় উপস্থিতি ৭৩ শতাংশ। ছেলেদের ২৫৪ জন এবং মেয়েদের ২৫০ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়া ‘ই’ ইউনিটের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য হাতে আসেনি বলে জানিয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক নিগার সুলতানা।

জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ভর্তি পরীক্ষা একটি টিম ওয়ার্ক। আমরা স্বচ্ছতা ও অঙ্গীকার নিয়ে কাজ করছি। এতগুলো শিফটের ভর্তি পরীক্ষার ফলাফল এত দ্রুত তিনদিনের মধ্যে তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা