× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলেজের বেদখল জায়গা উদ্ধারে শিক্ষার্থীদের মানববন্ধন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২০ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬ পিএম

কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। প্রবা ফটো

কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। প্রবা ফটো

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পূর্ব পাশে ফেনী সরকারি কলেজের বেদখল হওয়া জায়গা উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধনে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। এ সময় তারা ‘ফেনী কলেজের জায়গা লই চুদুর-বুদুর চইলতো ন’ এমন স্লোগান দিতে থাকে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল হালিম মানিক, ছাত্রশিবিরের সভাপতি মো. ইউনুস, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল আজিজ, মুহাইমিন তাজিম ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ফখরুল ইসলাম পলাশ।

মানববন্ধনে বক্তারা জানান, ফেনী সরকারি কলেজের জায়গা জবর দখল করে দোকান ঘর ভাড়া দিয়েছে একটি ভূমিদস্যু চক্র। আগামী ১০ দিনের মধ্যে এ বেদখল জায়গা মুক্ত করতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

তারা বলেন, এর ব্যত্যয় হলে কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে হাসপাতালের পাশের জায়গায় লং মার্চ পালনসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা