× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবিপ্রবির বাসচাপায় পথচারী নিহত

পাবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৬ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৭ পিএম

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস। ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস। ফাইল ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাসের চাপায় এক পথচারী নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, বাসের সহযোগী চালক দিয়ে গাড়ি চালানোই এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের অনন্ত বাজারের দক্ষিণ রঘবপুর মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের বাসটি তাকে ধাক্কা দেয়। খুব জোরে ধাক্কা লাগার কারণে লোকটি ঘটনাস্থলেই মারা যান। আমরা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু মরদেহের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লোকটি রাস্তা পারপারের সময় বাসটি তাকে জোরে ধাক্কা দেয়। এ সময় বাসের চাকায় আটকে তাকে ১৫ থেকে ২০ ফুট দূরত্বে নিয়ে যায়। ফলে লোকটি ঘটনাস্থলেই মারা যান।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. কামরুজ্জামান বলেন, ‘স্টাফ বাসের বাসটি ভার্সিটি থেকে বের হয়ে লাইব্রেরি বাজার হয়ে আবার ক্যাম্পাসে ফেরত আসে। ফেরত আসার সময় সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। আমি নিজে গিয়ে লোকটির মরদেহ দেখে এসেছি। যদি তদন্তে চালকের কোনো ভুল থাকে আমরা ব্যবস্থা নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা