× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নোবিপ্রবির ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৩ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৩২ পিএম

নোবিপ্রবির ডাস্টবিনে শেখ হাসিনার ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ময়লার ডাস্টবিনে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ক্যাম্পাসের বিভিন্ন ভবনের সামনে এই ডাস্টবিন দেখা যায়। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়করা বিশ্ববিদ্যালয়ের ডাস্টবিনগুলোতে ছবি লাগিয়ে ‘হাসিনাবিন’ নামকরণ করেন। শেখ হাসিনার ছবিসংবলিত ডাস্টবিন দেখে অনেকে কৌতূহলবশত এগিয়ে গিয়ে দেখছে, কেউ কেউ ময়লাও ফেলছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের নোবিপ্রবি শাখার সমন্বয়কদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোর জন্য স্বৈরাচার সরকার শেখ হাসিনার ছবিসংবলিত ২০টি ডাস্টবিন তৈরি করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মাহমুদসহ অনেকে অংশগ্রহণ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ বলেন, ‘‘পৃথিবীর অন্যতম নিকৃষ্ট স্বৈরাচারের প্রতি শিক্ষার্থীদের ঘৃণার বহিঃপ্রকাশ এটি। আমরা ফ্যাসিস্ট হাসিনার ছবি বিভিন্ন বিল্ডিংয়ের সামনে সাঁটিয়েছি। যেন বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা এসব সন্ত্রাসী ও তাদের দোসরদের থেকে সাবধান থাকে। আমরা প্রাথমিকভাবে ২০টি ‘হাসিনাবিন’ বানিয়েছি। এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরও বানানো হবে।’’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বনি ইয়ামিন বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ২ হাজারেরও বেশি ছাত্র-জনতাকে হত্যাসহ ২০ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে। বইমেলার ডাস্টবিনে শেখ হাসিনার ছবি দিয়ে মেসেজ দেওয়া হয়েছে যে তাকে বাংলার মানুষ ঘৃণা করে। তারই ধারাবাহিকতায় একই মেসেজ ছড়িয়ে দিতে এমন উদ্যোগ।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা